মায়ের কাছে ছেলের আবদার ছিলো একটি মোবাইল, কিন্তু পাথর শ্রমিক মা সন্তানের এই আবদার পূরণ করতে পারে নি, তাই অভিমান করে ১৬ বছরের ছেলে সন্তান গলায় ফাস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে ।
ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডি গুচ্ছগ্রামে। মৃত ইয়ামিন (১৬) আব্দুল হাকিমের পূত্র। বুধবার (৭মে) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে ৷
মৃত ইয়ামিনে মা সকিনা বেগমের কাছে জানা যায়, যখন দুই গর্ভবতী, তখন তার স্বামী তাকে ছেড়ে চলে যায়৷ বহু কষ্টে এই সন্তানকে বড় করেন তিনি । বর্তমানে পাথর ক্রিসিং মেশিনে কাজ করে সংসারের খরচ চালাচ্ছেন । কয়েকদিন থেকেই ছেলে বায়না ধরে অ্যান্ড্রয়েড মোবাইল কিনার, কিন্তু সামর্থ্য না থাকায় সেটা কিনে দিতে পারেনি , এ নিয়ে ছেলেকে বকাও দেয় মা। কিন্তু কে জানতো এই মোবাইলের জন্য পৃথিবী থেকে চলে যাবে সে?
স্থানীয় ইউপি সদস্য নূর ইসলাম, ছেলেটির আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএস