শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে শহীদ বেদীর সম্মুখে এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মহানগরীর ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আলাউদ্দিন হাওলাদার, মহিলা দল নেত্রী রিনা বেগম, মরিয়ম, ইউনুস হাওলাদার।
মহিলা দল নেত্রী মরিয়ম অভিযোগ করেন, বুদ্ধিজীবী দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে তারা মিছিল নিয়ে ঢুকলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে ব্যানার, ফুলের তোড়া ভেঙে ফেলে।
বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন অভিযোগ করেন, শহীদ বেদীতে ফুল দেয়ার উদ্দেশ্যে র্যালি নিয়ে আসার সময় ধানের শীষ প্রতীকের প্রার্থীর কর্মীরা তাদের ওপর হামলা করেন।
তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি এসেছিলাম। কিন্তু হামলার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বরিশালে ধানের শীষের ভরাডুবি ঘটাবে।’
এবিষয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, বেদীর সড়কটি সরু আর নেতাকর্মীদের ভিড়ও ছিল অনেক। তবে হামলার কোনো ঘটনা ঘটেছে কিনা তা তার জানা নেই।
এইচএ