এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

    নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

    নওগাঁয় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাক বাংলো মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু। প্রধান বক্তা ছিলেন, বিএনপি মনোনিত নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল। মহাদেবপুর উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠি এ দোয়া মাহফিলের আয়োজন করে।

    এ সময় প্রধান বক্তা বলেন, ‘গত ১৭ বছর যাবত আন্দোলন সংগ্রামের ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর মুখে এখন খালেদা জিয়া। দেশের এ সংকটময় পরিস্থিতিতে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার ভিষণ প্রয়োজন। দেশের মানুষ তার পাশে আছে। মানুষের দোয়া আর ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বিএনপি এবং দেশের হাল ধরবেন।’

    ধানের শীষ সমর্থক গোষ্ঠির আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু। এ সময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডনসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠি সেকেন্দার আলী ও যুগ্ম সদস্যসচিব মতিউর রহমান মতি।

    প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, ‘যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন সবাই কথা দিয়েছিলাম ধানের শীষ যার আমরা তার। তাহলে কেন বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে। তারেক রহমান ও খালেদা জিয়াকে ভালবাসলে সবাই ধানের শীষের পক্ষে কাজ করুন। দলীয় শৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানাই।’ অন্যাথায় কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…