মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ বাসুডিন কীটনাশক মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় ৭০ কেজি নিষিদ্ধ বাসুডিন জব্দ করে। গতকাল রবিবার বিকেলে জেলার সিরাজদিখান উপজেলার তালতলা বাজারের মেসার্স শামীম ট্রেডার্সে অভিযান চালিয়ে সমুদয় নিষিদ্ধ কীটনাশক জব্দ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী। এসময় ওই শামীম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আক্কাসকে জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে বাজারের ওই কীটনাশক বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানে প্রতিষ্ঠানের ভেতর ৭ টি কার্টুনভর্তি অবস্থায় নিষিদ্ধ ও অনুমোদিত বাসুডিন কীটনাশক পাওয়া যায়। যা বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
এতে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ব্যবসায়ীকে জরিমানা ও নিষিদ্ধ বাসুডিন জব্দ করেন। অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ও মালখানগর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল।
এসআর