এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় পুলিশের এএসআই বরখাস্ত

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

    নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় পুলিশের এএসআই বরখাস্ত

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম

    সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নির্বাচনী পথসভায় পুলিশের এক সদস্য অংশ নিয়েছেন, এমন অভিযোগ উঠেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

    ওই ঘটনার জেরে অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মো. মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাতক্ষীরা–২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের একটি নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ওই পুলিশ সদস্য জামায়াতের স্লোগান সংবলিত একটি গান পরিবেশন করছেন।

    জানা গেছে, ঘটনাটি গত ৭ ডিসেম্বরের। সাতক্ষীরা শহরের ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া আমতলা এলাকায় ওই পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। সভায় দলটির জেলা ও বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা বক্তব্য দেন।

    এদিকে ওই ঘটনার জেরে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ সদস্য কারী মহিবুল্লাহকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় 'গত ৭ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানাধীন কাটিয়া ০১ নং ওয়ার্ড আমতলা মোড়ে স্থানীয় সদর পৌরসভার ১ নং ওয়ার্ডের জামায়াতের আমির মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভায় এএসআই (সশস্ত্র)/৭৩৭ মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ, বিপি-৯৪১৩১৬৯১৩৭ (বর্তমানে যশোর জেলায় কর্মরত) পোষাক পরিহিত অবস্থায় অংশগ্রহণ করে ইসলামী সংগীত পরিবেশন করেন মর্মে জানা যায়। আর আই পুলিশ লাইন্স, যশোরের মাধ্যমে জানা যায় যে, তিনি গত ২৬/১১/২০২৫ খ্রি. হতে ১৫ দিনের (আরআরএল ছুটিতে রওনা করেন এবং ছুটি শেষে ১২/১২/২০২৫ খ্রি. কর্মস্থলে হাজির হন। ছুটি ভোগরত অবস্থায় নিজ বাড়ি নড়াইল জেলায় অবস্থান না করে পুলিশের পোষাক পরিহিত অবস্থায় ভিন্ন জেলা সাতক্ষীরায় এসে জামায়াতের রাজনৈতিক পথসভায় ইসলামী সংঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান করেন, যা পুলিশের পেশাদারিত্ব এবং ভাব-মূর্তি ক্ষুন্ন করে। তার সহিত মোবাইল ফোনে যোগাযোগ করলে সে জানায় যে, আমি উক্ত পথসভায় উপস্থিত হয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান করি মর্মে জানান। বিষয়টি রেঞ্জ ডিআইজ, খুলনা ও পুলিশ সুপার, যশোরকে লিখিতভাবে জানানো হয়েছে। উক্ত পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।'

    অভিযোগ প্রসঙ্গে এএসআই (সশস্ত্র) মো. মহিবুল্লাহ বলেন, 'তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি। তার দাবি, মুহাদ্দিস আব্দুল খালেক আমাকে পুরস্কৃত করেছিলেন, সে কারণে আমি গান গেয়েছি। এ নিয়ে সংবাদ করার দরকার নেই'

    সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বলেন, 'অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে সাতক্ষীরায় কর্মরত নন। পুলিশের পোশাক পরে কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ নেই।'

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…