১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে প্রতিবছর বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি।
রোববার (১৪ ডিসেম্বর) টি-টোয়েন্টি ফরম্যাটের এ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। শহীদ মুশতাক একাদশ ও শহীদ জুয়েল একাদশ নামে দুটি দল একে অপরের মুখোমুখি হবে।
মুশতাক একাদশের হয়ে খেলবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার দলে আরও আছেন খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুলদের মতো ক্রিকেটাররা। জুয়েল একাদশে রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, আবদুর রাজ্জাক, তালহা জুবায়ের ও এনামুল হক মনি।
মুশতাক একাদশের কোচ হিসেবে আছেন দিপু চৌধুরী, ম্যানেজার ফারুক আহমেদ। ফিজিও এনামুল হক ও টিম অ্যাসিস্ট্যান্ট আলমগীর হোসেন। জুয়েল একাদশের কোচ, ম্যানেজার, ফিজিও ও টিম অ্যাসিস্ট্যান্ট যথাক্রমে গোলাম ফারুক, রকিবুল হাসান, আবু হানিফ ও মিলন খান।
শহীদ মুশতাক একাদশ: হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হুসাইন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুব আলম রবিন, সাজিদুল ইসলাম ও জামাল বাবু।
শহীদ জুয়েল একাদশ: শাহরিয়ার হোসেন বিদ্যুত, জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদীন নান্নু, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, আনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন অর রশিদ, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন মনির ও এনামুল হক মনি।
আরডি