রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর (বাছুরবান্দা) এলাকার বাসিন্দা দ্বিপ্তি রাণীর দোকানঘরে গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে দিবাগতরাত ৪ টার সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে দোকানে থাকা মালামাল ও নগদ অর্থ সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান রংপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলামের পক্ষ থেকে তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দ্বিপ্তি রাণীর বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সহায়তা প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, “মানবিক বিপর্যয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ক্ষতিগ্রস্ত দ্বিপ্তি রাণী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও এটিএম আজহারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই সহায়তা তাঁর পরিবারকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস যোগাবে।"
এসআর