সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আফজাল ফকির (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া কাঠুরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উক্ত গ্রামের মৃত আবু তালেব ফকিরের ছেলে। তিনি স্থানীয়ভাবে তৈরি শ্যালো ইঞ্জিন চালিত করিমন চালক ছিলেন। পাশাপাশি ইলেক্ট্রিকের কাজ করতেন।
স্থানীয় জানান, আফজাল ফকির সকাল ১১টার সময় মৃত জোদ্দার শেখের ছেলে প্রতিবেশী আফসার শেখের বাড়িতে ফ্রিজের লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর পরই তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আফজাল ফকিরের ঘরে স্ত্রী, ২ ছেলে এবং একটি মেয়ে রয়েছে।
নিহত আফজাল ফকিরের স্ত্রী মোছাঃ সীমা খাতুন জানান, তার স্বামীর মৃত্যুর জন্য কেউ দায়ী নন।
খবর পেয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু উপস্থিত ছিলেন।
ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আফজাল ফকিরের মৃত্যুর ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
আফজাল ফকিরের এরকম মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।