এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চান তিনি। একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা খুব বেশি দূরে নয় বলেও আশাবাদ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

    ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার তুর্কমেনিস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এরদোয়ান।

    তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান ‘ব্যাপক শান্তি উদ্যোগ’ পর্যালোচনা করেছেন দুই নেতা। এ সময় ইউক্রেন শান্তি প্রচেষ্টায় তুরস্কের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।

    তুর্কমেনিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘পুতিনের সঙ্গে বৈঠকের পর আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও ইউক্রেন-রাশিয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চাই। শান্তি খুব দূরে নয়—আমরা তা দেখতে পাচ্ছি।’

    বৈঠকে এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্টকে প্রস্তাব দেন, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি স্থাপনা ও বন্দরকে কেন্দ্র করে সীমিত আকারের যুদ্ধবিরতি সব পক্ষের জন্যই উপকারী হতে পারে।

    শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ের আরেক বিবৃতিতে এরদোয়ান বলেন, কৃষ্ণসাগরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা উচিত নয়। তাঁর মতে, এতে রাশিয়া ও ইউক্রেন—উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। তিনি কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার ওপর জোর দেন।

    এর মধ্যেই ইউক্রেনীয় কর্মকর্তারা ও একটি জাহাজ মালিক জানিয়েছেন, শুক্রবার ইউক্রেনের দুটি বন্দরে রাশিয়ার হামলায় খাদ্যপণ্য বহনকারী একটি জাহাজসহ তুরস্কের মালিকানাধীন তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক দিন আগে মস্কো ইউক্রেনকে সমুদ্রপথে বিচ্ছিন্ন করার হুমকিও দিয়েছিল।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…