সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ফরিদপুর বিভাগীয় রোড মার্চের পথ সভা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে।
মঙ্গলবার সকাল ১১ টায় জেলার গোয়ালন্দ মোড়ের প্রধান সড়কের পাশেই এই পথ সভাটি শুরু হয়। গোয়ালন্দ মোড়ে পথ সভা শেষে বসন্তপুরে পথ সভায় যোগ দেন নেতা কর্মীরা। সেখান সভা শেষে রোর্ড মার্চের উদ্বোধন করা হয়।ফরিদপুর-ভাঙ্গা-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুরে গিয়ে রোডমার্চ শেষ হবে।
এরআগে সকাল থেকেই পথ সভায় অংশ নিতে রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভা স্থলে জড়ো হতে থাকেন। এ সময় নেতাকর্মীদের হাতে রোড মার্চ উপলক্ষ্যে প্লেকার্ড এবং ফেস্টুন দেখা যায়।
রোডমার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, ফরিদপুরবাসী জেগে উঠেছে যদি সুষ্ঠু নির্বাচন হয় ফরিদপুরে নৌকার কোনো ভবিষৎ নেই। রাজপথে থেকে ফয়সালা হবে। সুষ্ঠু নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যাবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য, ভোট চুরি করে ক্ষমতায় থাকার জন্য,বিরোধী দলকে ধ্বংস করার জন্য দেশনেত্রীকে মিথ্যা মামলায় জেলে ভরে রাখা হয়েছে। আওয়ামীলীগের ভয় যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে থাকে তাহলে এই অবৈধ সরকার টিকে থাকতে পারবে না।