এইমাত্র
  • হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন
  • চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর চিঠি
  • পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
  • রাত ৮টার পর শপিং মল বন্ধের নির্দেশনা
  • মালিতে রুটি-দুধের চেয়ে দাম বেশি বরফের
  • কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
  • নির্বাচনে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: ইসি হাবীব
  • গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ দেশ
  • মিয়ানমারে ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
  • অঙ্গীকারনামা দিয়ে জামিনে মুক্তি পেলেন সেই সঞ্জয় রক্ষিত
  • আজ মঙ্গলবার, ১৬ বৈশাখ, ১৪৩১ | ৩০ এপ্রিল, ২০২৪
    দেশজুড়ে

    টেকনাফে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০১:২৬ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০১:২৬ পিএম

    টেকনাফে মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০১:২৬ পিএম
    ফাইল-ছবি

    কক্সবাজারের-টেকনাফে মসজিদের বারান্দায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (১৫ এপ্রিল) টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং ইউপির পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় অবস্থিত উম্মে হামজা জামে মসজিদ বারান্দা থেকে এই মৃরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত যুবক হচ্ছে-অত্র ইউনিয়ন ৯নং ওয়ার্ড এলাকার প্রবাসী আহাম্মদের পুত্র মো.আবদুল্লাহ(৩৫)।

    স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, সোমবার উক্ত মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করতে গিয়ে দেখতে পায় মসজিদের বারান্দায় লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির ঝুলন্ত লাশ। এরপর মুসল্লিরা ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে অবিহিত করে। খবর পেয়ে ইউপি সদস্য ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

    মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে এই বিষয়ে জানতে চাইলে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে কর্মরত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত সিরাজী সময়ের কন্ঠস্বরকে বলেন, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে আবদুল্লাহ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মৃত যুবক দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মানসিক ভারসম্যহীনভাবে চলাফেরা করতেন এবং সে মাদকাসক্ত ছিলেন।

    থাকা খাওয়ার জন্য তার কোন নির্দিষ্ট স্থান ছিল না। তার পিতা-মাতা ও পূর্ব-পুরুষরা অত্র এলাকার বাসিন্দা হলেও তারা সবাই দীর্ঘ ৪৫ বছর পূর্বে থেকেই স্বদেশ ছেড়ে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন এবং স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় মৃতদেহের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছি।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত হওয়ার কারণে হয়তো গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে লাশের ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর তার মৃত্যুর আসল রহস্য উদঘাটন করতে পারবো বলেও জানান এই কর্মকর্তা।

    এআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…