এইমাত্র
  • আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন
  • ৫২ বছরের ইতিহাসে যশোরের তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি
  • সৌদিতে ব্যাপক বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে বন্যা
  • ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ৫৪ বছরের ইতিহাস ভেঙে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
  • দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
  • জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব!
  • নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর
  • ফিলিস্তি’নিদের সমর্থনে মালয়েশিয়ায় কেএফসি বয়কট, শতাধিক আউটলেট বন্ধ
  • আজ বুধবার, ১৮ বৈশাখ, ১৪৩১ | ১ মে, ২০২৪
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম

    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম

    লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের মেঘনা বাজার এলাকায় ঘরে ঢুকে গৃহবধূ জোসনা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছ র‍্যাব।

    বুধবার (১৭ এপ্রিল) রাতে মেঘনা বাজারসহ বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১-এর নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেপ্তার আসামিরা জড়িত। তাঁরা হত্যার দায় স্বীকার করেছেন। সবাইকে সদর থানায় হস্তান্তর করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

    গ্রেপ্তার আসামিরা হচ্ছেন- সিরাজ উদ্দিন, এরশাদ হোসেন, সাহারা বেগম, জাকির হোসেন, রিমন হোসেন, রাকিব হোসেন ও মো. ইব্রাহিম। এর আগে গত মঙ্গলবার নিহত জোসনার বাবা ইছমাইল হোসেন বাদী হয়ে ১০ জনের নামসহ অজ্ঞাত চারজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    রমজান মাসে ভবানীগঞ্জের মেঘনা বাজার এলাকার আলাউদ্দিনের বসতঘরের পাশের একটি পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলন করে নেন সিরাজ উদ্দিন। এর ৪-৫ দিন পর ওই পুকুরে আবারও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্প বসান সিরাজ।

    এতে বাড়িঘর পুকুরে ভেঙে যাওয়ার আশঙ্কায় বাধা দিলে আলাউদ্দিনের সঙ্গে সিরাজের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হন সিরাজ। এরই মধ্যে ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ি আসেন সিরাজের ভাই নিজাম উদ্দিন।

    ওই বিরোধের জের ধরে গত সোমবার ভোররাত ৩টার দিকে আলাউদ্দিনের বসতঘরে হামলা চালান সিরাজ ও নিজামসহ ১৫ জনের একটি দল। এ সময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিন ও তাঁর স্ত্রী জোছনাকে গুরুতর আহত করেন তাঁরা। পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক জোছনাকে মৃত ঘোষণা করেন।

    এ সময় আলাউদ্দিনের অবস্থায় সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

    এআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…