এইমাত্র
  • ৭ থেকে ৯ শতাংশ ভাড়া বাড়ছে রেলের
  • তীব্র গরমে কদর বেড়েছে হাতপাখার, ব্যস্ত কারিগররা
  • বনানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
  • দেশজুড়ে ঝড়বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টি
  • বেলকুচি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুলকে শোকজ
  • মাকে ডাক্তার দেখাতে গিয়ে একই পরিবারের ৩ জন নিহত
  • হামাসকে সাত দিনের আল্টিমেটাম ইসরাইলের
  • সদ্য ভূমিষ্ঠ সব শিশুর নামে একটি করে গাছ লাগাবে সৌদির হাসপাতাল
  • আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েই চলেছে পেঁয়াজের দাম
  • সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  • আজ শনিবার, ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪
    বিনোদন

    এফডিসিতে হামলায় আমি জড়িত ছিলাম না: রুবেল

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১১:১০ এএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১১:১০ এএম

    এফডিসিতে হামলায় আমি জড়িত ছিলাম না: রুবেল

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১১:১০ এএম

    শিল্পী সমিতির নব-নির্বাচিতদের নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানের পরেই ‘কলঙ্কিত’ এক অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি)। মঙ্গলবার (২৩) এপ্রিল সন্ধ্যায় এফডিসিতে এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে অভিনয়শিল্পীদের মারধরের শিকার হয়েছেন সাংবাদিকরা।

    জানা যায়, এদিন শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার সাংবাদিক মিঠুন আল মামুন সাক্ষাৎকার নিচ্ছিলেন ময়ূরীর মেয়ের। এসময় অভিনেতা শিবা শানু এই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন। না যেতে চাইলে তাকে ধাক্কা দিয়ে অফিসে থেকে বের করে দেন। এসময় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে শিবা শানুকে থামাতে চান।

    তখনই শিল্পী সমিতির আরেক নেতা চিত্রনায়ক জয় চৌধুরী ‘মার মার’ বলে তেড়ে যান সাংবাদিকদের দিকে। শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে। মারামারিতে রক্তাক্ত হন কয়েকজন সাংবাদিক।

    উপস্থিত সাংবাদিকদের অনেকেই দাবি করেন, এই হামলায় সরাসরি জড়িত ছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা শিবা শানু ও আলেকজান্ডার বো। কেউ কেউ শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক রুবেলকেও হামলার জন্য দায়ী করেছেন। তাদের দাবি, ঘটনার সময় রুবেলও সেখানে উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রুবেল। হামলার বিষয় নিয়ে জানতে চাইলে তিনি এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি সরাসরিই অস্বীকার করেছেন এই অভিনেতা। রুবেলের দাবি, হামলায় তিনি জড়িত ছিলেন না।

    রুবেল বলেন, ‘আমি আপনাদেরকে শতভাগ নিশ্চিত করে বলতে পারি, সাংবাদিকদের ওপর হামলায় আমি জড়িত ছিলাম না। শপথগ্রহণ শেষে যখন আমি জানতে পারি, অভিনয়শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের গণ্ডগোল চলছে, তখন আমি সেখানে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তাই বলে, আমি কারো ওপর হামলা চালাইনি।’

    এই নায়ক আরও বলেন, ‘এদিন এফডিসিতে কয়েকশত ক্যামেরা ছিল। সকল সাংবাদিক ভাইদের কাছেই মোবাইল বা ক্যামেরা ছিল। কোনো ভিডিও ফুটেজেও দেখাতে পারবেন না যেখানে নায়ক রুবেল কারো ওপর হামলা করছে বা মারধর করেছে।’

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…