এইমাত্র
  • রংপুরে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
  • রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২
  • বেলকুচিতে মেয়রের উপর হামলা: দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
  • লক্ষ্মীপুরে উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ
  • কানে কাতান মিডি ড্রেসে মুগ্ধতা ছড়ালেন ভাবনা
  • ভোলায় মাটির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
  • পাথরঘাটায় আচরণবিধি লঙ্ঘনে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
  • চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
  • টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
  • ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন নিপুণ
  • আজ শনিবার, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৮ মে, ২০২৪
    দেশজুড়ে

    মাকে ডাক্তার দেখাতে গিয়ে একই পরিবারের ৩ জন নিহত

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মে ২০২৪, ১০:১৯ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মে ২০২৪, ১০:১৯ এএম

    মাকে ডাক্তার দেখাতে গিয়ে একই পরিবারের ৩ জন নিহত

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মে ২০২৪, ১০:১৯ এএম
    ফাইল ছবি

    মুন্সিগঞ্জের গজারিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

    শুক্রবার (৩ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫৮), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (২৭), তার মামী রাহেলা বেগম (৫৫)। আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩০) ও প্রাইভেট কার চালক ইব্রাহিম খলিল সুজন (৩৩)।

    প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান , ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী আলমগীর হোসেন সম্প্রতি দেশে ফিরেছেন। শুক্রবার পরিবার নিয়ে গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কাদরা গ্রামে বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষ করে রাত সাড়ে ১০টার দিকে তার মামী রাহেলা বেগমকে ডাক্তার দেখানোর উদ্দেশে ঢাকাতে নেওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে পেছন থেকে একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে দিলে তা রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময়ে আলমগীর হোসেনসহ ঘটনাস্থলেই তিনজন মারা যান। চালকসহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।

    গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাদিয়া আফরিন বলেন, রাত আড়াইটার দিকে আমাদের হাসপাতালে ৫ জন রোগী নিয়ে আসা হয়। তার মধ্যে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তিনজনকে মৃত ঘোষণা করি। আহত নজরুল ও সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

    গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে শনাক্তের চেষ্টা চালাচ্ছি।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…