এইমাত্র
  • গরমে বাহিরে যাওয়ার আগে যেভাবে নেবেন নিজের যত্ন
  • বরগুনায় নিখোঁজের ১১ ঘন্টা পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • সুন্দরবনের আগুন নির্বাপনে নৌ-বিমান বাহিনী
  • আজও পুড়ছে সুন্দরবন, অবশেষে নির্বাপনের কাজ শুরু
  • কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধ, আহত ১৫
  • ‘হীরামান্ডি’ দিয়ে ১৪ বছর পর ফিরলেন ফারদিন খান
  • মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
  • খাগড়াছড়িতে ঘুমের মধ্যে বজ্রাঘাতে প্রাণ হারালেন মা-ছেলে
  • মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তির উপায়
  • গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
  • আজ রবিবার, ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪
    দেশজুড়ে

    নড়াইলে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

    রাফায়েতুল হক তমাল, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩১ পিএম
    রাফায়েতুল হক তমাল, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩১ পিএম

    নড়াইলে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

    রাফায়েতুল হক তমাল, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩১ পিএম

    গ্রীষ্মের তাপদাহে পুড়ছে নড়াইল। প্রখর রোদ ও তীব্র গরমে অতীষ্ঠ জনজীবন। বৃষ্টি না হওয়ায় নদী-নালা-খাল-বিল শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির।পানির জন্য সর্বত্র হাহাকার অবস্থা তৈরী হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর নিকট ২ রাকাত ইস্তেস্কার নামাজ আদায় করেছেন নড়াইলের বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা।

    বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে পৌরসভার ১ নং ওয়ার্ডের রঘুনাথপুর বাগবাড়ি খেলার মাঠে কয়েকশত ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়ে বিশেষ নামাজে অংশ গ্রহণ করেন। নামাজে মোনাজাত পরিচালনা করেন মাওলানা বাইজিদ হুসাইন। মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা মহান সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন।

    জানা যায়, নড়াইলে এপ্রিল মাসের শুরু থেকেই তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ধারাবাহিক এই উচ্চ তাপমাত্রা কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

    মুসল্লিদের ভাষ্য, বৃষ্টি না হওয়ায় তাপপ্রবাহে দেশের মানুষের বিপদ-আপদ ও দুঃখ-কষ্টে লাঘবের জন্য আল্লাহর দরবারে পানি প্রার্থনা করে দোয়া করা সুন্নত, যা আরবিতে বলা হয় ‘ইসতিসকার’ বা পানি প্রার্থনা করা।

    এ সময়ে মাওলানা বাইজিদ হুসাইন বলেন, ‘সারা দেশে অনেক দিন ধরেই প্রচণ্ড গরম পড়েছে। মাঠ, ঘাট ও ফসলি খেত শুকিয়ে যাচ্ছে। এ অবস্থায় এখন বৃষ্টি খুবই দরকার। রাসুল (সা.) তাঁর সময়েও বৃষ্টির জন্য এমন সালাত আদায় করতেন। আমরাও আদায় করলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম।’

    নামাজে উপস্থিত মুসল্লিরা জানান, টানা কয়েকদিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদের কারণে জীবিকা নির্বাহের জন্য বাইরে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় ও বিশেষ দোয়ায় হন তারা।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…