এইমাত্র
  • ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
  • বেসরকারি ফলে জয়ী হলেন যারা
  • বেসিস নির্বাচনে বিজয়ী হলেন যারা
  • দেশে কোনো গাধা নেই, তবুও পালিত হচ্ছে বিশ্ব গাধা দিবস
  • গাজা সংকট নিয়ে কুয়েতের আমিরকে যা জানালেন এরদোগান
  • পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক: বিআরইবি
  • গণপরিবহনে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড কার্যকরের আগ মুহূর্তে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা
  • সীমান্তে হত্যার ঘটনা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪৬তম বিসিএস: প্রিলির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বৃহস্পতিবার
  • আজ বৃহস্পতিবার, ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪
    খেলা

    বাংলাদেশ বিপক্ষে খেলার জন্য আইপিএল ছাড়লেন রাজা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫০ পিএম

    বাংলাদেশ বিপক্ষে খেলার জন্য আইপিএল ছাড়লেন রাজা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫০ পিএম

    জাতীয় দলের জন্য সিকান্দার রাজার আত্মত্যাগ নতুন কিছু না। জিম্বাবুয়ের হয়ে খেলার জন্য অনেকবারই অর্থের লালসাকে বিসর্জন দিয়েছেন তিনি। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য আইপিএল ছাড়লেন তিনি।

    খেলার বিষয়টি আগেভাগেই জানিয়ে রেখেছিলেন রাজা। শুধু তাই নয়, জিম্বাবুয়ের হয়ে যেকোনো সিরিজে খেলার জন্য সবধরনের আত্মত্যাগ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। কথা রেখেছেন এই ক্রিকেটার। বাংলাদেশ সিরিজ শুরুর পাঁচ দিন আগেই আইপিএল ছেড়েছেন তিনি।

    আগামী ৩ মে থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য শনিবার (২৭ এপ্রিল) আইপিলে ছেড়েছেন রাজা। এবারের আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তারকা অলরাউন্ডার।

    আইপিএল ছেড়ে যাওয়ার ব্যাপারটি সামাজিক যোগাযোগমাধ্যম নিজেই জানিয়েছেন রাজা, ‘আমাকে নেওয়ার জন্য পাঞ্জাব কিংস, আইপিএল এবং ভারতকে ধন্যবাদ। প্রতিটি মিনিট উপভোগ করেছি। এখন জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময়। ইনশা আল্লাহ আবার দেখা হবে।’

    আগামী ৩ মে বাংলাদেশের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু জিম্বাবুয়ের। সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। সেখানে অধিনায়ক হিসেবে আছেন সিকান্দার রাজা। এই সিরিজের পর মে মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার কথা আছে তার।

    এদিকে, ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এবারের আইপিএলে পয়েন্ট তালিকার ৮ নম্বরে আছে পাঞ্জাব। রাজা এর মধ্যে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। গুজরাট টাইটানসের বিপক্ষে করেছেন ১৫ রান, এরপর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেন ২৮ রানের ইনিংস। অর্থাৎ ২ ম্যাচে ২১.৫০ গড়ে ৪৩ রান করেছেন। বল করেছেন শুধু গুজরাটের বিপক্ষে, ২ ওভারে ২২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…