এইমাত্র
  • উদ্বোধনের একদশক পরেও অভিভাবক শূন্য ইউনিয়ন পরিষদ ভবন
  • চট্টগ্রামে সেই বিধ্বস্ত বিমানের পাইলট মারা গেছে
  • মেঘনার দূর্গম চরে কৃষকের ফসল লুটে নিচ্ছে দস্যুরা
  • শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ১৮৭ পদে নিয়োগ, আজই আবেদনের শেষ দিন
  • গরমে শিশু ও নবজাতকের যত্ন কীভাবে নিবেন?
  • ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগ, আবেদনের শেষ দিন আজ
  • শুক্রবার যে আমল করলে মাফ হয় ৮০ বছরের গুনাহ
  • চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত
  • বেরোবিতে পরামাণুবিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
  • স্ত্রীর সঙ্গে অভিমান করে ব্যবসায়ীর আত্মহত্যা
  • আজ বৃহস্পতিবার, ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪
    বিনোদন

    জয়কে বয়কট করে শিল্পী সমিতির সঙ্গে সমঝোতায় সাংবাদিকরা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পিএম

    জয়কে বয়কট করে শিল্পী সমিতির সঙ্গে সমঝোতায় সাংবাদিকরা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পিএম

    অবশেষে সাংবাদিকদের সাথে সমঝোতায় এসেছে বিএফডিসি। শুক্রবার (২৬ এপ্রিল) ১১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির পুনরায় আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়গুলোর আনুষ্ঠানিক সমাধান সম্পন্ন হয়েছে। আর আনুষ্ঠানিক ক্ষমা না চাওয়ায় জয় চৌধুরীকে বিনোদন সাংবাদিকরা বয়কট করেছে।

    পাশাপাশি এ ঘটনার প্রতিবাদে প্রতিবছর ২৩ এপ্রিল চলচ্চিত্রের কালো দিবস পালন করবে বিনোদন সাংবাদিকরা।

    সিদ্ধান্তসমূহ হলো:

    ১. ঘটনার দিনই চলচ্চিত্র শিল্পী সমিতি ঘটনার জন্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দু:খ প্রকাশ করেছে।

    ২. শিবাশানু, সুশান্ত, জামানকে শিল্পী সমিতি থেকে এক মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হবে। তাদের শোকজ নোটিশ দিয়ে ভবিষ্যতে কোনো উচ্ছৃঙ্খল কাজে জড়িত না হওয়ার জন্য সাবধান করা হবে।

    ৩. যত দ্রুত সম্ভব আহত সাংবাদিকদের চিকিৎসা বাবদ ব্যয় বুঝিয়ে দেবে শিল্পী সমিতি।

    ৪. হামলার শিকার সাংবাদিকদের ক্যামেরা, মোবাইলসহ নানা যন্ত্রপাতি নষ্ট হওয়ার ক্ষতিপূরণ ৩০ এপ্রিলের মধ্যে বুঝিয়ে দেবে শিল্পী সমিতি।

    ৫. বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে ১ মাসের জন্য শিল্পী সমিতি থেকে ১ মাসের বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। একইসাথে একটি কারণ দর্শানো নোটিশ দেয়া হবে ভবিষ্যতে এ ধরনের ঘটনার সঙ্গে সে যদি জড়িত হয় তবে সমিতি থেকে তার স্থায়ীভাবে সদস্যপদ স্থগিত করা হবে। ক্যামেরায় সে দুঃখ প্রকাশ করেছে। তবে উদ্ভুত পরিস্থিতিতে তার সফল সমাপ্তি ঘটেনি।

    এর আগে, গত ২৩ এপ্রিল বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে সাংবাদিকদের উপর হামলা করা হয়।

    পরে, ঘটনা নিয়ন্ত্রণে রাখতে ২৩ এপ্রিল রাতেই প্রযোজক জনাব আরশাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে সাংবাদিকদের পক্ষ থেকে লিমন আহমেদ, রাহাত সাইফুল, আহমেদ তৌকির, বুলবুল আহমেদ জয়, মাসুম জয় এবং শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সওদাগর, ডি এ তায়েব, নানাশাহ, রুবেল, রত্নাকে নিয়ে ১১ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২৪ এপ্রিল রাত ৯টায় এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুমে তদন্ত কমিটি আলোচনায় বসে। পরে আবারও আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় তদন্ত কমিটি।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…