এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামে আজ ঐতিহ্যের মহারণ: জব্বারের বলী খেলার ১১৬তম আসর

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম
    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম

    চট্টগ্রামে আজ ঐতিহ্যের মহারণ: জব্বারের বলী খেলার ১১৬তম আসর

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম
    বলী খেলার জন্য প্রস্তুত মঞ্চ। ছবি- প্রতিনিধি।

    চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘী ময়দানে আজ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের অন্যতম প্রাচীন লোকজ ক্রীড়া প্রতিযোগিতা জব্বারের বলী খেলার ১১৬তম আসর। এই খেলা ঘিরে ইতোমধ্যেই নগরজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

    বিকেলে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

    উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। উদ্বোধন শেষে দেশব্যাপী থেকে আগত বলীদের মধ্যে শুরু হবে শক্তি, কৌশল ও ঐতিহ্যের সম্মিলিত লড়াই।

    জব্বারের বলী খেলা শুধু একটি কুস্তি প্রতিযোগিতা নয়, এটি চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও জাতিসত্তার প্রতীক। ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে চট্টগ্রামের বক্সিরহাট এলাকার সমাজসেবক আব্দুল জব্বার সওদাগর তরুণদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে লালদীঘীর ময়দানে শুরু করেন এই বলী খেলার আয়োজন। ক্রমেই এটি গণমানুষের উৎসবে রূপ নেয় এবং কালক্রমে একটি লৌকিক ঐতিহ্যে পরিণত হয়। প্রতি বছর বৈশাখের ১২ তারিখ বলী খেলার মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠানটি স্থগিত থাকলেও ২০২২ সাল থেকে আবারও পুরোদমে আয়োজিত হচ্ছে এই ঐতিহ্যবাহী আসর।

    বলী খেলার অংশ হিসেবে প্রতি বছর আয়োজিত হয় তিনদিনব্যাপী বৈশাখী মেলা। এবছরও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে এই মেলা, যা লালদীঘী ময়দান ও আশপাশের প্রায় দেড় বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।

    মেলায় পাওয়া যাচ্ছে মাটির তৈরি হাঁড়ি-পাতিল, ফুলদানি, খেলনা ও পুতুল; বাঁশ, কাঠ ও বেতের তৈরি হাতপাখা, আসবাবপত্র ও গৃহস্থালির সামগ্রী; মাছ ধরার পলো, দা-বটি, কুলো, শীতল পাটি ও নানান প্রকারের গাছের চারা। এছাড়া রয়েছে মুড়ি, মুড়কি, মোয়া, বাতাসা ও অন্যান্য ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের সমাহার।

    শুক্র-শনিবারের ছুটির দিনকে কেন্দ্র করে মেলায় উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-যুবক, সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লালদীঘীর চারপাশ।

    চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে গড়ে ওঠা এই বলী খেলার আসর নতুন প্রজন্মকে নাড়ির টানে যুক্ত করে শিকড়ের সঙ্গে। এই আয়োজন হয়ে ওঠে পারিবারিক মিলনমেলা, ব্যবসায়িক আদান-প্রদান ও শিল্প-সংস্কৃতির বিকাশের উন্মুক্ত প্ল্যাটফর্ম।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…