এইমাত্র
  • ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
  • আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
  • ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
  • প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ
  • এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
  • ১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
  • গাজায় মানবিক সংকট চরমে, ঠান্ডায় মারা গেল নবজাতক
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    গণবিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম
    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম

    গণবিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম

    "প্রাণীর স্বাস্থ্য রক্ষায় দলগত প্রচেষ্টা দরকার" শিরোনামে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে।

    রবিবার (২৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে হতে একটি র‍্যালি শুরু হয়ে বাদমতলা হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান গ্রহণ করে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, "পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম, কারণ ব্যবহারিক না পারলে মাঠে কাজ করা সম্ভব নয়। ভেটেরিনারি অনুষদকে এগিয়ে নিতে ল্যাবরেটরিগুলোকে সমৃদ্ধ করা হয়েছে ও ইতিমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন: আল্ট্রাসনোগ্রাফি মেশিন প্রদান করা হয়েছে। আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব এবং আমরা আশাবাদী এই অনুষদটি দেশের অন্যতম শ্রেষ্ঠ অনুষদ হিসেবে গড়ে উঠবে।"

    ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, "আমরা মানসম্পন্ন ভেটেরিনারিয়ান তৈরি করতে বদ্ধপরিকর। বর্তমানে সারা বাংলাদেশে প্রতি বছর প্রায় এক হাজার শিক্ষার্থী ভেটেরিনারি গ্র্যাজুয়েট বের হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা দিচ্ছে। স্নাতক শেষে আমাদের শিক্ষার্থীতা প্রত্যেকে যেন দক্ষ ভেটেরিনারিয়ান হতে পারেন ও যথাযথ চিকিৎসা সেবা প্রদানে সক্ষম হন, সে লক্ষ্যে আমরা কাজ করছি।”

    সেসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সকলে প্রাণিস্বাস্থ্য রক্ষায় একতাবদ্ধ প্রয়াসের দৃপ্ত অঙ্গীকার করেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…