জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরস্ত্র নাগরিককে হত্যার ঘটনায় ফের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, লড়াই এখনও শেষ হয়নি। যারা সন্ত্রাস ছড়াচ্ছে, প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে।
বুধবার এক বক্তব্যে শাহ বলেন, ওরা যেন না ভাবে যে ২৬ জনকে হত্যা করে জয় পেয়েছে। হামলায় জড়িতদের কাউকে রেয়াত করা হবে না।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারায় ২৬ জন নিরস্ত্র ব্যক্তি। এখনো হামলাকারীদের শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। ভারতের গোয়েন্দাদের আশঙ্কা, জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরেই কোথাও লুকিয়ে থাকতে পারে।
ভারতের অভিযোগ, পহেলগাঁও হামলার পেছনে সীমান্তপারের, অর্থাৎ পাকিস্তানি জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
ঘটনার নিন্দা জানিয়েছে একাধিক দেশ। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো আন্তর্জাতিক চাপ এখনও দেখা যায়নি। মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনে ভারতের কূটনৈতিক সংযমেরও প্রশংসা করেছেন তিনি।
পহেলগাঁও ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কাশ্মীর সীমান্তে প্রায় প্রতি রাতেই সংঘর্ষবিরতির লঙ্ঘনের অভিযোগ উঠছে। এই প্রেক্ষাপটে অমিত শাহের কঠোর বার্তাকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছে বিশ্লেষকরা।