এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আজ থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ৫ মে ২০২৫, ১১:১১ এএম
    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ৫ মে ২০২৫, ১১:১১ এএম

    আজ থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ৫ মে ২০২৫, ১১:১১ এএম

    আজ থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম। জেলার বিভিন্ন উপজেলার বাগান থেকে প্রথম ধাপে আজ ৫ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাসসহ দেশীয় অনেক প্রজাতির আম বাজারে আসছে।

    এছাড়া জনপ্রিয় হিমসাগর জাতের আম ২০ মে থেকে এবং আম্রপালী ৫ জুন থেকে বাজারে আসার সম্ভাবনা রয়েছে এবং সাতক্ষীরায় ৪,১৩৫ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮০,০০০ মেট্রিক টন বলে জানিয়েছে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ বিভাগ।

    সাতক্ষীরা সদর উপজেলার আমচাষী মুকুল হোসেন বলেন, এবার আমের ফলন ভালো হয়েছে। আশা করছি ভালো দাম পাবো এবং বিক্রিতে লাভ হবে।

    সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, 'পাকার পর বাজারে পৌঁছানো সাতক্ষীরার আমই দেশে প্রথম। এজন্য এই আমের চাহিদা বেশি। এছাড়াও, এই জেলার আম স্বাদে অতুলনীয়। এক মাসের মধ্যে ৪০০ কোটি টাকার আম বিদেশে বিক্রি ও রপ্তানি করা হবে।'

    তিনি আরও বলেন, 'কোনও রাসায়নিক বা ক্ষতিকারক পদার্থ ব্যবহার করে আম বাজারজাত করা উচিত নয়। প্রশাসনের সকল স্তর থেকে নজরদারি থাকবে। যদি কেউ আমে রাসায়নিক ব্যবহার করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

    তিনি বলেন, '২০১৬ সাল থেকে এই জেলার আম রপ্তানি করা হচ্ছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কয়েকটি দেশে হিমসাগর ও আম্রপালির ব্যাপক চাহিদা রয়েছে।'

    সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ বিভাগের খামারবাড়ির উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, '২০১৪ সালে ৬০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছিল। এ বছর ৭০ মেট্রিক টন আম রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে।'

    সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, 'নিরাপদ আম ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা, কৃষক এবং ব্যবসায়ীদের সাথে ইতিমধ্যেই একটি মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। যেহেতু এই জেলায় আম পর্যায়ক্রমে পাকে, তাই একটি আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে কেউ গাছ থেকে আম তুলতে পারবে না।'

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…