এইমাত্র
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দিনের ভোট আর রাতে নয়, প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ৫ মে ২০২৫, ০১:৪৩ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ৫ মে ২০২৫, ০১:৪৩ পিএম

    দিনের ভোট আর রাতে নয়, প্রতিজ্ঞাবদ্ধ কমিশন: সিইসি

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ৫ মে ২০২৫, ০১:৪৩ পিএম

    "এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই,"—বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।

    সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে এই সভায় ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সিইসি বলেন, “নির্বাচন কর্মকর্তাদের আমি তিনটি বিষয় মেনে চলতে বলেছি- প্রথমত কাজটি আইনের মধ্যে কিনা, দ্বিতীয়ত বিবেক সেই সিদ্ধান্তে সায় দেয় কিনা এবং তৃতীয়ত ১৮ কোটি মানুষের সামনে আমরা জবাবদিহির জন্য প্রস্তুত কিনা।”

    তিনি বলেন, “আমরা যে শপথ নিয়েছি, তা সমুন্নত রাখব। একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কাজ করছি। এ জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।”

    বর্তমান নির্বাচন কমিশনকে ‘সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিষ্ঠান’ উল্লেখ করে সিইসি বলেন, “আমরা পাঁচজন কমিশনার একত্রে সিদ্ধান্ত নিচ্ছি, কোনো সিদ্ধান্ত এককভাবে নেয়া হয়নি।”

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগের অংশগ্রহণসহ রাজনৈতিক বিষয়ে মাঠে আলোচনা চলছে। আমরা বিতর্কিত ইস্যুতে জড়াতে চাই না। নির্বাচন কমিশন রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে থাকতে পারে না।”

    সিইসি জানান, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইশরাক হোসেনের শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

    তিনি বলেন, “ভোটের দিনটি যেন উৎসবমুখর পরিবেশে পালিত হয়, সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। জনগণ যেন নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…