এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মে ২০২৫, ০৫:৩৯ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মে ২০২৫, ০৫:৩৯ পিএম

    অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মে ২০২৫, ০৫:৩৯ পিএম

    খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. নুর ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

    মঙ্গলবার (০৬ মে) সকাল ১০টায় বোয়ালখালী নতুন বাজারে আধাবেলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    কর্মসূচিতে বাজারে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ও সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও দপ্তর সম্পাদক আব্দুর রহিম।

    এ সময় বক্তারা বলেন, এই অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল। এতে ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী নুর ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ সময় মানববন্ধন থেকে সন্দেহভাজন নুর ইসলামকে বাজারের সকল কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

    এদিকে মানববন্ধন চলাকালে সার্বিক পরিস্থিতি ও জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সেনাবাহিনীর দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক (পিএসসি) উপস্থিত হয়ে মানববন্ধনকারীদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

    উল্লেখ্য, গত ২৬ মার্চ গভীর রাতে বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার ১০ দিন পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজন হিসেবে মো. নুর ইসলামকে গ্রেফতার করে। তবে গতকাল সোমবার তিনি জামিনে মুক্তি পান।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…