টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অবসর নেওয়ার কথা জানিয়েছেন ভারতীয় এই ওপেনার।
এর আগে, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত। দুই সংস্করণ ছেড়ে দেওয়ার পর এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন তিনি।
ইনস্টাগ্রামে রোহিত লিখেছেন, সবাইকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যাবাদ।
এবি