এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শিক্ষা ও ক্রীড়া উপকরণ পেয়ে খুশি চরাঞ্চলের শিক্ষার্থীরা

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:৩০ এএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:৩০ এএম

    শিক্ষা ও ক্রীড়া উপকরণ পেয়ে খুশি চরাঞ্চলের শিক্ষার্থীরা

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:৩০ এএম

    ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুমতি নদীর প্রবাহে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি গ্রাম দিগনগর। দুর্গম এই চরে নৌযান ছাড়া যাতায়াতের ভিন্ন কোনও পথ নেই। এই চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষা ও ক্রীড়া উপকরণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

    মঙ্গলবার (২০ মে) সকাল ১১ টার দিকে নৌযানের মাধ্যমে গিয়ে চরাঞ্চলে অবস্থিত দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই উপকরণ সামগ্রী তুলে দেন তিনি। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

    শিক্ষা উপকরণ হিসেবে বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, খাতা-কলম ও পরীক্ষার ফোল্ডার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের ক্রীড়া উপকরণ সামগ্রীর মধ্যে ছিল, ফুটবল ও টেনিস বল। এছাড়া শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনার সুবিধার্থে প্রতিটি শ্রেণিকক্ষে একটি করে দেয়ালঘড়ি বিতরণ করা হয়।

    এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরওয়ার হোসেন, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম ও চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর খান প্রমুখ।

    শিক্ষা উপকরণ পেয়ে আব্দুর রহমান নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, 'আগে হাতে করে বই নিয়ে স্কুলে আসতাম। বৃষ্টির দিনে অনেক সময় বই ভিজে যেত। এখন ইউএনও স্যার আমাদের সবাইকে ব্যাগ উপহার দিয়েছেন। এখন থেকে ব্যাগে করে বই নিয়ে স্কুলে আসতে পারবো।'

    সোহানা নাজনীন নামে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির অপর এক শিক্ষার্থী বলেন, 'ইউএনও স্যার আমাদের স্কুল ব্যাগ, পরীক্ষার ফোল্ডার, খাতা-কলম দিয়েছে। এছাড়া আমাদের খেলার জন্য বল দিয়েছেন। আমরা অনেক খুশী।'

    দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেবা পারভীন বলেন, 'চরাঞ্চলের শিক্ষার্থীদের প্রতি বিশেষ দৃষ্টি দেয়ায় ইউএনও মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা এসব উপকরণ পেয়ে পাঠদানে মনোযোগী হবে।'

    জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, 'বন্যা ও প্রাকৃতিক নানা প্রতিকূলতায় চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকেন। নদীর প্রবাহে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। এজন্য চরের শিশুদের শিক্ষা নিশ্চিত করতে এসব শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।'

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…