টাঙ্গাইলের সখীপুরে ডিবি পুলিশ টাঙ্গাইলের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৫শত পিস ইয়াবাসহ রুবেল (৩৩), রিজন (২৩) ও হাসান (২২) নামের ৩ মাদক কারবারিকে আটক করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (১৬ জুন) বিকাল ৪টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড সিকদার রোডে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টাঙ্গাইল একটি বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে ৫শত পিস ইয়াবাসহ তিন মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করে টাঙ্গাইল ডিবি কার্যালয়ে নিয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবি পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার স্থানীয়রা জানান, রুবেল এক সময় অনেক ভালো ছেলে ছিল। দীর্ঘদিন যাবত রুবেলের কথাবার্তা, চলাচল এবং কাজকর্ম এলোমেলো ছিল। বছর খানেক যাবত বাসায়ও কম থাকে। তবে রুবেল বাসায় আসলে বিভিন্ন পরিচিত-অপরিচিত মানুষের আনাগোনা দেখা যায়। 'ও এতটা খারাপ হয়েছে তা আমরা কখনো ভাবি নাই।'
এ বিষয়ে সখীপুর থানার পরিদর্শক (এসআই) মোশাররফ হোসাইন বলেন, 'বিষয়টি আমিও শুনেছি। তবে ডিবি পুলিশ এ বিষয়ে সখীপুর থানায় কোন কিছু জানায় নাই। ডিবি পুলিশ আমাদের কাছে হস্তান্তর করলে আমরা বিস্তারিত বলতে পারব।'
এনআই