টাঙ্গাইলের মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ আমিনুর রহমান (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলার বহুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমিনুর উপজেলার বহুরিয়া ২ নম্বর ওয়ার্ডের আবুল সিকদারের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বহুরিয়া গ্রামের আমিনুর গোপনে ইয়াবা ট্যাবলেট সেবন ও বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মির্জাপুর থানার উপপরিদর্শক মো. জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এআই