গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৩০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আন্তজেলা মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা গ্রামের ধন মিয়ার ছেলে জীবন মিয়া (৩৫) এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার খুরদা বিছনদই গ্রামের আব্দুল আজিজের ছেলে জামরুল ইসলাম (২৭)।
থানা সূত্রে জানা গেছে, এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল শনিবার ভোররাতে বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ ওই দুজনকে আটক করা হয়।
অভিযানে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই