ক্রিকেট মাঠে বাংলাদেশকে একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দেয়া তানজিদ হাসান তামিম এবার জীবনেও শুরু করলেন এক নতুন ইনিংস।বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিয়ের খবর জানান তামিম। ছবিতে দেখা যায়, নববধূর হাত ধরে আছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘দুটি আত্মা, একটি হৃদয়, একসঙ্গে চিরজীবনের পথে। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’
গত কিছুদিন ধরে আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল। সংক্ষিপ্ত বিরতির পর আবারও ব্যস্ততা শুরু হচ্ছে এশিয়া কাপ দিয়ে। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিলেন তামিম।
তানজিদ তামিমের আন্তর্জাতিক অভিষেক ২০২৩ সালে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স ও অনূর্ধ্ব–১৯ দলে দারুণ নৈপুণ্যের সুবাদে সুযোগ পান জাতীয় দলে। অভিষেকের পর থেকে নিয়মিত পারফর্ম করে জায়গা পোক্ত করে নিয়েছেন দলে। আসন্ন এশিয়া কাপে তিনিই হতে পারেন বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা।
জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে খেলেছেন তামিম। চারটি অর্ধশতকের সাহায্যে করেছেন ৫৪৮ রান, যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ৮৪ রানের। পাশাপাশি টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে ৫ ফিফটিতে করেছেন ৬৫৫ রান।
আরডি