এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    ৫০০'র মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:১৪ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:১৪ এএম

    ৫০০'র মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:১৪ এএম

    বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ইতিহাসের নতুন অধ্যায়ে নিজের নাম লিখলেন। ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্সে রবিবার (২৪ আগস্ট) রাতে সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নেমে এক অনন্য কীর্তি গড়েছেন সাকিব। নিজের ক্যারিয়ারের ৫০০তম উইকেট তুলে নিয়েছেন তিনি। আর তাতে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একটা বিশ্বরেকর্ডও গড়া হয়ে গেছে তার।

    সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে আজ সাকিব তুলে নিইয়েছেন ৩ উইকেট। তার প্রথম উইকেটটি সাকিবকে এনে দেয় বিশ্বরেকর্ডটি। ইনিংসের ১৫তম ওভারে এবং নিজের প্রথম ওভারেই পাকিস্তানি তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন তিনি। সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেলেন স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক। একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই টাইগার অলরাউন্ডার।

    ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে একটা দিক থেকে সাকিব আগের চার জনের চেয়ে আলাদা। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো বাঁহাতি বোলার এই অর্জনটা ঝুলিতে পুরলেন। এর আগে যারা ৫০০ উইকেট নিয়েছেন তারা সবাই ডানহাতি। তালিকায় আছেন রশিদ খান (৬৬০), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)।

    এই মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। একটা দিক থেকে এখন তিনি সবার চেয়ে আলাদা। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন তার রান এখন ৭ হাজার ৫৪৯। অর্থাৎ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ছুঁলেন অনন্য কীর্তি—৭ হাজার রান ও ৫০০ উইকেট।

    এই অর্জনের পথে বাংলাদেশ দলের হয়ে এবং বিপিএলে সমান ১৪৯টি করে উইকেট নিয়েছেন তিনি। আইপিএলে তার শিকার ৬৩টি, সিপিএলে ৪০টি এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে ২৮টি।

    এখন পর্যন্ত ৪৫৭ ম্যাচে খেলেছেন সাকিব। পেয়েছেন পাঁচবার পাঁচ উইকেট ও বারোবার চার উইকেট। টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি পাঁচ উইকেট আছে শুধু ডেভিড ভিসের, যিনি দক্ষিণ আফ্রিকা ও পরে নামিবিয়ার হয়ে খেলেছেন। তার সংগ্রহ সাতটি পাঁচ উইকেট।

    শেষ কিছু দিন ধরে সাকিবের সময়টা অবশ্য ভালো যাচ্ছিল না। এবারের সিপিএলে সব মিলিয়ে পেয়েছিলেন মোটে ১ উইকেট। তবে আজ এক ম্যাচেই নিলেন ৩ উইকেট। আর তাতেই বিশ্বরেকর্ডটা এসে লুটিয়ে পড়ল তার পায়ে। বিশ্ব ক্রিকেটে নতুন করে আবারও প্রমাণ হলো অলরাউন্ডার মানেই সাকিব আল হাসান।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…