স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে ওভেইদোকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও জয় খুঁজে ফিরছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় ম্যাচেও জয় বঞ্চিত হয়েছে রুবেন আমোরির দল। ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ইতালির সিরি আ’তে পারমার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের দেখা পেয়েছে জুভেন্তাস
রোববার (২৪ আগস্ট) রাতে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়। রিয়াল এবং ইউনাইটেড খেলেছে প্রতিপক্ষের মাঠে, আর জুভেন্তাস তাদের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে খেলেছে পারমার বিরুদ্ধে।
রিয়ালের জয়রথ অব্যাহত
নুয়েভো কার্লোস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। বল দখলে এগিয়ে থাকলেও শুরুতে গোলের দেখা মিলছিল না। তবে ৩৮তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের করা দুর্দান্ত এক গোলে ডেডলক ভাঙে রিয়ালের।
দ্বিতীয়ার্ধে ৮৩ মিনিটে ফের এমবাপ্পে গোল করে ব্যবধান বাড়ান। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ওভেইদো কফিনে শেষ পেরেকটি ঠুকেন বদলি হিসেবে নামা ভিনিসিয়ুস জুনিয়র। এতে ৩-০ ব্যবধানের জয়ে নিশ্চিত হয় রিয়ালের জয়।
ইউনাইটেডের হতাশা কাটল না
প্রিমিয়ার লিগে ক্র্যাভেন কটেজে ফুলহ্যামের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে আধিপত্য বিস্তার করলেও গোল পেতে ব্যর্থ হয় প্রথমার্ধে। এসময় পেনাল্টি থেকে গোল মিস করেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইউনাইটেড, কিন্তু ফুলহ্যামের বদলি খেলোয়াড় স্মিথ রো দ্রুত গোল করে সমতা ফেরান। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলেই শেষ হয়।
সিরি আ’তে জুভেন্তাসের দারুন শুরু
সিরিয়া আ’য় পারমার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জুভেন্তাস। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচের ৫৯ ও ৮৪ মিনিটে বল জালে জড়ান যথাক্রমে জোনাথান ও ডুসান। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের বুড়িরা।