আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ে দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল। ধারণা করা হচ্ছিল এ ম্যাচগুলোর মাধ্যমে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন নেইমার। এর আগে গত মার্চ উইন্ডোতে দলের সাথে থেকেও শেষ পর্যন্ত ইনজুরির কারণে ছিটকে গেছেন।
এদিকে সম্প্রতি সান্তোসের হয়ে নিয়মিতই খেলেই যাচ্ছিলেন নেইমার। তাই সেপ্টেম্বরে হলুদ জার্সিতে তাকে আবার দেখতে মুখিয়ে ছিল সমর্থকরা। তবে ঐ যে প্রবাদ আছে, ‘অভাগা যেদিকে চাই, সাগর শুকিয়ে যায়’। হলোও তাই।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, সান্তোসের অনুশীলনে গত বৃহস্পতিবার ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। এই ব্যথার কারণে পরের দিন আর ক্লাবের অনুশীলনে যোগ দিতে পারেননি। বিষয়টি সান্তোসের তরফ থেকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়েছে।
তবে এ বিষয়ে গ্লোবোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সিবিএফে। ব্রাজিল ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সান্তোসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচের জন্য আজ স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমার ঠিক তার আগ মুহূর্তে চোটে পড়ায় আনচেলত্তির স্কোয়াডে জায়গা পাবেন কি না, তা অনিশ্চিত হয়ে পড়ল।
গ্লোবো জানিয়েছে, গত বৃহস্পতিবার অনুশীলনে ব্যথা অনুভবের পর শুক্রবার ও শনিবার শুধু জিম করেন নেইমার। তখন হাঁটার সময়ও ব্যথা অনুভবের কথা জানান ক্লাবকে। তখন সান্তোসের কর্তৃপক্ষের ধারণা ছিল ব্যাপার ‘অতটা গুরুতর নয়।’
পরীক্ষা-নিরীক্ষার পর মাংসপেশিতে চোট ধরা পড়ে এবং ব্যথা পাওয়া জায়গাটা বেশ ফুলেছেও। সান্তোসের পক্ষ থেকে সিবিএফের মেডিকেল বিভাগকে বিষয়টি জানানো হয়। জাতীয় দলের মেডিকেল বিভাগ থেকে চাইলে নেইমার ডেকে তারা নিজেদের মতো পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে পারে। তবে সেটা না হওয়ার সম্ভাবনা বেশি বলেই জানিয়েছে গ্লোবো।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আজ ব্রাজিলিয়ান সময় বিকেলে রিও ডি জেনিরোয় সিবিএফের সদর দপ্তরে স্কোয়াড ঘোষণা করা হবে। বাংলাদেশ সময় অনুযায়ী, সেটা আজ রাত সাড়ে ১২টার পর।
গ্লোবো আরও জানিয়েছে, আগামী ৩১ আগস্ট সান্তোসের অনুশীলনে ফিরতে পারেন নেইমার। সেরে ওঠার প্রক্রিয়া ভালোভাবে এগোলে এক সপ্তাহের মধ্যে তাঁর দলীয় অনুশীলনে ফেরার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে সেপ্টেম্বরের শুরুর দিকে ক্লাবের ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠতে পারবেন। তবে ব্রাজিলের হয়ে বাছাইপর্বে তাঁকে মাঠে না দেখার সম্ভাবনাই বেশি।
২০২৬ বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ১০ সেপ্টেম্বর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিলের।