মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন তিতাস কর্তৃপক্ষ। অভিযানে চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১ ঘটিকা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দি, ভাটেরচর, আনারপুরা এলাকায় পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মনিজা খাতুন।
এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন বালুয়াকান্দি এলাকায় নাইটমুন রেস্টুরেন্টকে ৫০ হাজার, ভাটেরচর এলাকায় হাজী রাজা প্লাজাকে ৫০ হাজার, খুলনা মিষ্টি ভান্ডার এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার এবং আনারপুরা এলাকায় নিউ ফুড ভিলেজকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় প্রতিটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস মেঘনা অঞ্চল ব্যবস্থাপক সুরজিৎ কুমার সাহা বলেন, 'আজকে চারটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।' অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ।
এনআই