রাফিয়াত রশিদ মিথিলা এখন আর শুধু অভিনেত্রী নন, তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি বিশেষণ। সেটি হলো ‘ডক্টর’। সম্প্রতি তিনি পিএইচডি থিসিস শেষ করেছেন। এতে এই অভিনেত্রী এতটাই আবেগাপ্লুত ও গর্বিত যে, নিজেই জানিয়েছেন এই দুর্দান্ত খবর।
২৬ আগস্ট তিনি খবরটি জানিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে। সেখানে দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আছেন তিনি। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তার থিসিস পেপার।
মিথিলা লিখেছেন, ‘অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।’
অভিনেত্রী আরও জানান, তাঁর জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেওয়ার অর্থ ছিল একইসঙ্গে পূর্ণকালীন পেশাগত জীবন, অভিনয়ের কাজ এবং পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রির পথচলা অব্যাহত রাখা। এই অভিজ্ঞতা তাঁকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে।
পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব-একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।
এসকে/আরআই