নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকে না পেয়ে তার বাবা বিএনপি নেতাকে আটক এবং পরে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) ভোরে পাগলার পূর্বপাড়া এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা পুলিশ।
গ্রেপ্তার বিএনপি নেতা মো. ইসহাক (৫৫) নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা নাইম প্রকাশ (২৯) এর বাবা।
জানা গেছে, গত রবিবার (২৪ আগস্ট) ঢাকার গুলিস্তানে 'মুক্তিবাহিনী'-র ব্যানারে একটি মিছিল হয়। ওই মিছিলে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। ছাত্রলীগ নেতা নাইম প্রকাশকে মিছিলের সামনের সারিতে দেখা যায় একাধিক ভিডিওতে। পুলিশি অভিযানে আত্মগোপনে থাকা নাইমকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তার বাবাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান সময়ের কণ্ঠস্বরকে বলেন, ইসহাককে গত বছরের ১০ সেপ্টেম্বর দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদ্রাসাছাত্র আবু তালহাকে (১৬) হত্যাচেষ্টার ঘটনায় তার পিতা এইচএম কামাল উদ্দিন মামলাটি দায়ের করেন।
এইচএ