আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। বরাবরের মতো এবারও এই টুর্নামেন্টে আলোচনার শীর্ষে ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দেশের মধ্যকার চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাবে এরই মধ্যে মাঠের বাইরে এর রেশ দেখা যাচ্ছে।
এশিয়া কাপের এবারের আসরে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আগামী সেপ্টেম্বরে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা আছে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর। তাছাড়া গ্রুপ ‘এ’ থেকে ফেভারিটও এই দুই দলই। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ওমান ও সংযু্ক্ত আরব আমিরাত।
ফলে সবকিছু ঠিক থাকলে সুপার ফোর রাউন্ডে আবারও মুখোমুখি হবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। এই ম্যাচগুলোতে কে বা কারা জিতবে তা নিয়ে জল্পনা-কল্পনা ও আলোচনার শেষ নেই।
পাকিস্তানের পেসার হারিস রউফ অবশ্য ভারতকে হারানোর বিষয়ে আশাবাদি। তার মতে, পাকিস্তান দুটি ম্যাচেই হারাবে ভারতকে। অনুশীলনের সময় গণমাধ্যমের ছুঁড়ে দেওয়া প্রশ্নের জবাবে হারিস বলেন, 'ভারতকে দুটি ম্যাচেই হারাব, ইনশাআল্লাহ।'
গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হবে আগামী ১৪ সেপ্টেম্বর, যে ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের এশিয়া কাপ মিশন। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর, আরব আমিরাতের বিপক্ষে।
আরডি