নানা কারণে শুরু থেকেই আলোচিত-সমালোচিত হয়েছিল ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সে বছর নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে এসে বিপিএলের অন্যতম আকর্ষণ হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। যদিও মূল মালিকানায় ছিল রিমার্ক-হারল্যান। আর শাকিব খান ছিলেন দলের শীর্ষ কর্মকর্তা।
তবে শাকিব খান এখন আর দলটির সঙ্গে যুক্ত নেই। শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, এই অভিনেতা দীর্ঘদিন ধরেই রিমার্ক-হারল্যান থেকে সরে এসেছেন। তাই ঢাকা ক্যাপিটালসসহ রিমার্ক-হারল্যানের কোনো কার্যক্রমের সঙ্গে তিনি আর যুক্ত নেই। সুতরাং দলটি সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই।
একই সময়ে বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তিনটি দলের নাম এসেছে। বিসিবির দুর্নীতি দমন সংস্থা ‘আকু’ এর তদন্ত প্রতিবেদনে নাম এসেছে ঢাকা ক্যাপিটালসের। এছাড়া সিলেট ও চট্টগ্রাম দলকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
জানা যায়, বিপিএলের তিনটি দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিসিবি। ফিক্সিং প্রমাণ হলে বড় ধরনের শাস্তি পেতে হবে সংশ্লিষ্টদের।