এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফের আরাকান আর্মির হাতে অপহৃত ১৩ জেলে

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম

    ফের আরাকান আর্মির হাতে অপহৃত ১৩ জেলে

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম

    মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে আবারও ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।

    মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

    ধরে নেওয়া জেলেদের মধ্যে দুই মাঝি হলেন আব্দুল হাফেজ ও মো. আমিন। তবে বাকিদের নাম ও ঠিকানা এখনো জানা যায়নি।

    টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, দুটি ট্রলারসহ ১৩ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এছাড়া আরও কিছু ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না। মূলত ভাটার কারণে জেলার মিয়ানমার সীমানা দিয়ে ফেরার পথে এ ধরনের ঘটনা ঘটছে। এপাশে চরের কারণে ট্রলার চলাচল করতে পারছে না।

    তিনি আরও বলেন, ‘আব্দুল হাফেজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে বলে তিনি জানান। হাফেজ জানিয়েছিলেন, সাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের পূর্ব- দক্ষিণ নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে ধাওয়া করে আমাদের আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যাচ্ছে। এরপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি।’

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন,‘ বিষয়টি শুনেছি। তবে এটি নতুন কিছু নয়। প্রতিদিনই আরাকান আর্মির সদস্যরা বঙ্গোপসাগর থেকে ফেরার পথে বাংলাদেশি ট্রলারসহ জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে। গত চারদিনে পাঁচটি ট্রলারসহ ৪৬ জন জেলেকে ধরে নিয়ে গেছে।’

    স্থানীয় জেলে ও ট্রলার মালিকরা বলছেন, ভাটার কারণে ট্রলার চলাচল সীমিত হওয়ায় আরাকান আর্মির সদস্যরা সহজেই জেলেদের আটক করতে পারছে। এছাড়া পাহাড়ি ও চরের কারণে নিরাপদ পথ সীমিত হওয়ায় প্রতিনিয়ত জেলেদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…