চট্টগ্রামের সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) ভোরে সাতকানিয়া থানার কেঁওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকায় এক অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানসহ তাদের আটক করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, রাত থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়। ভোর আনুমানিক ৬টার দিকে একটি সন্দেহজনক কাভার্ডভ্যানকে খুনি বটতল এলাকায় থামানোর পর তাতে তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় আটক করা হয় দুই মাদক কারবারিকে। তারা হলেন— গাজীপুর জেলার টঙ্গী উপজেলার এশাদনগর গ্রামের ইউসুফ মাজীর পুত্র মো. হাসান ও চাঁপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর থানার দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের পুত্র আব্দুল কুদ্দুস ফাহাদ।
পুলিশ জানায়, আটক আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করত। জব্দ করা কাভার্ডভ্যান থেকে বিশেষভাবে তৈরি লুকানো চেম্বারে ইয়াবাগুলো রাখা হয়েছিল, যাতে চেকপোস্টে তল্লাশির চোখ ফাঁকি দেওয়া যায়।
পুলিশের ধারণা, এই চক্রের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় মাদক সিন্ডিকেটের যোগসূত্র রয়েছে। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম বলেন, 'মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।'
এইচএ