জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, ২৭ আগস্ট বুধবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সমাবেশের প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরীফুল আলম, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, আমরা বিএনপির পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, জামালপুর জেলা ও দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা তার শাসনামলে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে। ২৭ আগস্ট বুধবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলা বিএনপি'র কর্মী সমাবেশে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৫ই আগস্ট দানবের পতন হয়েছে। দানব থেকে দেশের মানুষ আজ মুক্ত। দেশে আগামী ২৬ সালের রমজানের আগে নির্বাচন হবেই। হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। নির্বাচনের মাধ্যমে তারেক রহমানই হবেন আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। ত্রয়োদশ নির্বাচন অনেক কঠিন হবে বলে জয় লাভের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। মানবতার সেবায় কাজ করতে হবে।
এনআই