যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের ২১৩ ভুয়া প্রতিবন্ধী চিহ্নিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের যাচাইয়ে তাদের ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
জানা গেছে, এদিন দুপুর পর্যন্ত নেহালপুর ইউনিয়ন পরিষদে সকল প্রতিবন্ধী কার্ডের যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলে। ১ হাজার ১০ জন প্রতিবন্ধী ভাতাভোগীর বোর্ডে হাজির হন ৫৬৯ আবেদনকারী। এর মধ্যে ৩৫৬ আসল প্রতিবন্ধী। বাকি ২১৩ জন ভুয়া প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত হয়।
এই বিষয়ে মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ২১৩ জনের আবেদন পেন্ডিং রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আরও খোঁজ নেয়া হবে।
এনআই