গাজীপুর টঙ্গীতে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী ব্যক্তির (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে টঙ্গী পশ্চিম থানাধীন ৫৫ নম্বর ওয়ার্ডে ইজতেমা মাঠ সংলগ্ন পানির ট্যাংকির সামনে রাস্তার পাশে ফুটপাতে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ঐ এলাকায় ভবঘুরে হিসেবে বসবাস করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই মো. হারুন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনআই