বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও বড় সুযোগ সৃষ্টি করতে নতুন এক ফিচার নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি নতুন এই ফিচারের নাম দিয়েছে ‘হাইপ’। এ ফিচারে ব্যবহারকারীরা সপ্তাহে তাদের পছন্দের তিনটি ভিডিও হাইপ করতে পারবেন।
এই ফিচারটি কনটেন্ট নির্মাতাদের ভিডিওর জন্য বিশেষ পয়েন্ট ব্যবস্থা করবে, যা তাদের ভিডিওকে লিডারবোর্ডে স্থান করে দেবে। ইউটিউবের নতুন এই বৈশিষ্ট্যটি নির্মাতাদের ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে, এবং তাদের ফলোয়ার ও ভিউয়ের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা তৈরি করবে।
ইউটিউবের নতুন ফিচারে ব্যবহারকারীরা ভিডিওটির নিচে থাকা হাইপ বাটনে ক্লিক করে তাদের পছন্দের ভিডিওগুলো হাইপ করতে পারবেন। এই ভিডিওগুলোর ওপর একটি বিশেষ ব্যাজ প্রদর্শিত হবে, যা ইউটিউবের লিডারবোর্ডে ভিডিওটিকে উপরে উঠাতে সহায়ক হবে।
তবে যেসব ইউটিউবারদের ৫ লাখের কম ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে তারা এই সুবিধাটি পাবেন। ফলে, নতুন কনটেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর জন্য এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।
এই নতুন ফিচারটি ভারত, জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়াসহ মোট ৩৯টি দেশে চালু করা হয়েছে। টি নির্মাতাদের জন্য একটি বড় পদক্ষেপ, কারণ ইউটিউব তাদের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও উন্নত সুযোগ তৈরি করতে চেষ্টা করছে।
এর আগে গত বছর ইউটিউব এই ফিচারটি ‘মেড অন ইউটিউব’ ইভেন্টে উদ্বোধন করেছিল এবং এখন এটি নতুন এবং অভিজ্ঞ কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন আয় এবং জনপ্রিয়তা অর্জনের সুযোগ নিয়ে এসেছে। এটি কেবল একটি বিনোদন মাধ্যম নয়, বরং একটি পেশাগত ক্ষেত্রও হয়ে উঠেছে, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা তাদের কন্টেন্টের মাধ্যমে উপার্জনও করতে পারেন।
আরডি