রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ বেলাইচন্ডী শুরিপাড়ায় দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে টানা বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় রেজোয়ান ও সবুজ। বৃষ্টির কারণে পুকুরের পানি ঘোলা ও পিচ্ছিল হওয়ায় ধারণা করা হচ্ছে, তারা অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে নেমে তাদের নিথর দেহ উদ্ধার করে।
নিহত শিশুরা হল মোঃ রেজোয়ান হোসেন (১০), পিতা মোঃ লিটন মিয়া, ও সবুজ হোসেন (৭), পিতা মোঃ মহসিন আলী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
এনআই