বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে ঘিরে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুর জেলা শ্রমিকদলের আয়োজনে বিসিক এলাকায় করাতকল শ্রমিক ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলেন জেরিন আরো বলেন, 'আপনারা একসময় ফ্যাসিস্টদের তাড়িয়েছেন। কিন্তু এখনো দেশে অনেক ফ্যাসিস্ট রয়ে গেছে। এরা শুধু কোনো দল বা দেশের শত্রু নয়, বরং পুরো জাতির শত্রু।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম শামীম। সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান চৌকিদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন মাতুব্বর, সরোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য মুজিবর রহমান হাওলাদার, জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
এসকে/আরআই