বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস এবার আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে। সাবেক বিদেশি কোচ ও ট্রেইনারের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করায় দলবদলে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।
রোমানিয়ার সাবেক কোচ ভ্যালেরিও তিতা এবং ফ্রান্সের ট্রেইনার খলিল চাকরৌন ফিফায় অভিযোগ দাখিল করেছিলেন। অভিযোগ পত্রে তারা দাবি করেন, তারা বসুন্ধরা কিংস থেকে পাওনা টাকা পাননি।
তাদের অভিযোগ আমলে নিয়ে ফিফা ক্লাবটিকে নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ দেয়। তবে সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ফিফা ২৭ আগস্ট থেকে দলবদল নিষেধাজ্ঞা কার্যকর করে।
ফিফার ওয়েবসাইটে নিষেধাজ্ঞার তথ্য থাকলেও, বসুন্ধরা কিংস এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ট্রেইনার খলিলও জানিয়েছেন, ফিফা এ বিষয়ে তাকে সরাসরি কিছু জানায়নি।
বাংলাদেশে ২০২৫-২৬ মৌসুমের প্রাথমিক দলবদল ইতোমধ্যে শেষ হয়েছে। তবে মধ্যবর্তী দলবদলের সময় যদি নিষেধাজ্ঞা বহাল থাকে, তাহলে কিংস নতুন কোনো খেলোয়াড় দলে নিতে পারবে না। যদিও চলমান মৌসুমে দলটি লিগে খেলতে পারবে এবং ফিফার সিদ্ধান্ত পাল্টাতে তাদের হাতে এখনও কয়েক মাস সময় রয়েছে।
এ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আরও একটি ক্লাব ফিফার নিষেধাজ্ঞার আওতায় এল। এর আগে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও সকার ক্লাব ফেনীর মতো ক্লাবগুলো এখনও ফিফার তালিকায় রয়েছে।
এছাড়া শেখ জামালের ওপর চলতি বছরের জানুয়ারিতে তিনটি আলাদা নিষেধাজ্ঞা জারি হয়েছিল, যেগুলো ছিল খেলোয়াড় চুক্তি সংক্রান্ত। যদিও পরে ক্লাবটি ফুটবল কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
আরডি