মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আসন্ন এশিয়া কাপ ২০২৫–এর ম্যাচ সময়সূচিতে পরিবর্তন এনেছে আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের প্রায় সব ম্যাচই নির্ধারিত সময় থেকে আধা ঘণ্টা দেরিতে শুরু হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট)। তবে একটি ম্যাচ নির্ধারিত হয়েছে তুলনামূলকভাবে আগে ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে আমিরাত বনাম ওমান ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত–পাকিস্তানের হাইভোল্টেজ–এর ম্যাচ। ভারত তাদের টুর্নামেন্ট শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের মুখোমুখি হবে তারা।
বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে গ্রুপপর্ব শেষ করবে টাইগাররা।
এশিয়া কাপ ২০২৫ এর পরিবর্তিত সময়সূচি (বাংলাদেশ সময়)
-৯ সেপ্টেম্বর – আফগানিস্তান বনাম হংকং, আবুধাবি – রাত ৮:৩০
-১০ সেপ্টেম্বর – ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই – রাত ৮:৩০
-১১ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম হংকং, আবুধাবি – রাত ৮:৩০
-১২ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ওমান, দুবাই – রাত ৮:৩০
-১৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আবুধাবি – রাত ৮:৩০
-১৪ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই – রাত ৮:৩০
-১৫ সেপ্টেম্বর – সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান, আবুধাবি – সন্ধ্যা ৬:০০
-১৫ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম হংকং, দুবাই – রাত ৮:৩০
-১৬ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮:৩০
-১৭ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই – রাত ৮:৩০
-১৮ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮:৩০
-১৯ সেপ্টেম্বর – ভারত বনাম ওমান, আবুধাবি – রাত ৮:৩০
সুপার ফোর ও ফাইনাল
-২০ সেপ্টেম্বর – B1 বনাম B2, দুবাই – রাত ৮:৩০
-২১ সেপ্টেম্বর – A1 বনাম A2, দুবাই – রাত ৮:৩০
-২৩ সেপ্টেম্বর – A2 বনাম B1, আবুধাবি – রাত ৮:৩০
-২৪ সেপ্টেম্বর – A1 বনাম B2, দুবাই – রাত ৮:৩০
-২৫ সেপ্টেম্বর – A2 বনাম B2, দুবাই – রাত ৮:৩০
-২৬ সেপ্টেম্বর – A1 বনাম B1, দুবাই – রাত ৮:৩০
-২৮ সেপ্টেম্বর – ফাইনাল, দুবাই – রাত ৮:৩০
-২৯ সেপ্টেম্বর – সংরক্ষিত দিন (রিজার্ভ ডে)
আরডি