দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের। এরই মধ্যে টুর্নামেন্টের ম্যাচগুলোর মূল্য প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিবি)। জানা গেছে, বাংলাদেশের ম্যাচ দেখতে কত অর্থ খরচ হবে সমর্থকদের।
বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবে লিটন দাসের দল। দুই দিন বিরতির পর ১৬ সেপ্টেম্বর টাইগাররা খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
হংকংয়ের বিপক্ষে টাইগারদের ম্যাচ দেখা যাবে সর্বনিম্ন ১১.৩৪ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৩৭৯ টাকায়। দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য প্রায় ২৭৫৭ টাকা। ভিআইপি স্যুটে খেলা দেখতে খরচ পড়বে ৬২ হাজার ৩৭ টাকা।
এরপর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে বাংলাদেশের। এই দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য অপরিবর্তিত রেখেছে এসিসি। সর্বনিম্ন প্রায় ২ হাজার ৬৮ টাকায় নর্থস্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য প্রায় ৩ হাজার ৪৪৭ টাকা।
গ্রুপপর্বের সব ম্যাচ বাংলাদেশ খেলবে আবুধাবিতে
এই দুই ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম ভিআইপি স্যুটের, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৬৮ হাজার ৯৩০ টাকা। তবে এক্ষেত্রে একসাথে ৪ জন বসে খেলা দেখার সুযোগ পাবেন। অনলাইনে টিকেট কেনা যাবে- https://abu-dhabi.platinumlist.net/event-tickets/asiacup-abudhabi এই লিংক থেকে।