এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কুমার নদের ওপর সেতু না থাকায় ভোগান্তি প্রায় তিন লাখ মানুষ

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম

    কুমার নদের ওপর সেতু না থাকায় ভোগান্তি প্রায় তিন লাখ মানুষ

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম

    ফরিদপুরের নগরকান্দা-সালথা উপজেলার সীমান্তবর্তী বল্লভদী ইউনিয়নের কামারদিয়া বাজার এলাকায় কুমার নদের ওপর সেতু না থাকায় যুগ যুগ ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। এ সেতু না থাকায় ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার দুই উপজেলার প্রায় ৩ লাখ মানুষ প্রতিদিন নানামুখী সমস্যার শিকার হচ্ছেন।

    স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নৌকায় পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আবার শুষ্ক মৌসুমে সাঁকো দিয়ে পার হতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি থাকে সবসময়। এতে করে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ যাত্রীরা দারুণ দুর্ভোগে পড়েন। বিশেষ করে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া এখানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

    কৃষকদের অভিযোগ, পরিবহন সমস্যার কারণে তারা উৎপাদিত ফসল ন্যায্য দামে বিক্রি করতে পারেন না। নৌকা ও সাঁকো পার হয়ে শহরে পণ্য নিতে গিয়ে সময় ও খরচ বেড়ে যায়। অনেক সময় পচনশীল পণ্য নষ্টও হয়ে যায়।

    কামারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম বলেন, ‘বর্ষায় আমাদের খেয়া নৌকায় পার হয়ে স্কুলে যেতে হয়। খেয়া মিস করলে ঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ঝড়-বৃষ্টি হলে অনেক দিন স্কুলেও যাওয়া যায় না।’

    খেয়া ঘাটের মাঝি জমির মিয়া জানান, সামান্য বাতাস বা ঘন কচুরিপানার কারণে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘এখন প্রায় সব জায়গায় ব্রিজ হয়েছে, শুধু এখানে হয়নি। একটা ব্রিজ হলে হাজার হাজার মানুষ দুর্ভোগ থেকে বাঁচতো।’

    বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, ‘এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে একটি সেতুর দাবি জানিয়ে আসছে। কিন্তু বিষয়টি এখনো বাস্তবায়ন হয়নি। অথচ কম গুরুত্বপূর্ণ জায়গায় ব্রিজ নির্মাণ হচ্ছে।’

    সালথা উপজেলা প্রকৌশলী মো. জাফর মিয়া বলেন, ‘ওই স্থানে আইডিবি প্রকল্পের আওতাভুক্ত রাস্তা নেই। তবে আমি আমার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পাঠাবো, পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…