এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় 'নৌকা বাইচ'

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম

    কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় 'নৌকা বাইচ'

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম

    নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৩১ আগস্ট) উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামে দিগন্ত বিস্তৃত বিলে বিকাল থেকে শুরু হয়ে এ নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত। স্থানীয় যুবসমাজের আয়োজনে প্রতিযোগিতায় ছোট-বড় ছয়টি নৌকা অংশ নেয়। বাইচ শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

    বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই মেতে ওঠে আনন্দে-উল্লাসে। দুপুর থেকেই গোটা এলাকা জুড়ে হাজারো মানুষের ঢল নামে। বাইচ দেখতে উৎসুক মানুষের সমাগমের মধ্য দিয়ে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ।

    নৌকা বাইচ অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিয়ামত হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস।

    এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির ও সাবেক অপর যুগ্ম আহবায়ক আহম্মেদ সিকদার।

    এ বিষয়ে আয়োজক কমিটিরা জানান, 'নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।'

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…